বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে রবিবার দুপুরের পর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রবিবার সকালে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ দুপুরের পর তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরবেন।
টানা কয়েকদিন জ্বরে ওঠানামা করায় গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে খালেদা জিয়ার বায়োপসি (ক্যানসার শনাক্তের পরীক্ষা) করা হয়। এই পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ভালো আছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যেই গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে করোনাভাইরাসে সংক্রমিত হন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত চার দফায় খালেদা জিয়ার মুক্তির সময় বৃদ্ধি করা হয়।