বিনোদন নিউজ : সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার বাড়ি ফিরেছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিন (মঙ্গলবার) তার শারিরীক অবস্থা খারাপ হয়। চিকিৎসকের পরামর্শে ফের হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ার কারণে মারা গেছেন বাপ্পি লাহিড়ী। এছাড়াও একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।
২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাপ্পি লাহিড়ীকে। কিছুদিন পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
বেশ কিছু গান দিয়ে মানুষের মনে জায়গা করে নেন বাপ্পি লাহিড়ী। গত শতকের আশি এবং নব্বয়ের দশকে ডিস্কো সঙ্গীতকে জনপ্রিয় করেন এই সঙ্গীতশিল্পী। দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় ছিলেন তিনি
সত্তর এবং আশি দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ড্যান্সার এবং শরাবি এর মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান গেয়ে ছিলেন তিনি। বলিউডে তার শেষ গান ‘ভাঙ্কাস’ ছিল ২০২০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বাঘি ৩’ এর জন্য।
উল্লেখ্য, গত এক মাসে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনের তিন মহারথী না ফেরার দেশে পাড়ি জামালেন। লতা মঙ্গেশকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (৬ ফেব্রুয়ারি)। সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)। তার একদিন পরেই চলে গেলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী।
এ জাতীয় আরো খবর..