সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলার চৌরাস্তায় অর্ধশত রোজাদার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। শনিবার সন্ধ্যার আগে অর্ধশতাধিক পথচারী ও জনসাধারণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও করোনার ক্রান্তিলগ্নে জনসচেতনতা বৃদ্ধিতে হ্যান্ড স্যানিটাইজ সহ বিভিন্ন সচেতনমূলক উদ্যোগ গ্রহণ করেন উক্ত সেচ্ছাসেবী সংগঠনটি। এই সময় উক্ত কার্যক্রমে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ ও ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উপদেষ্টা আরাফাত রহমান হীরক। এছাড়াও উপস্থিত ছিলেন আসিবুল ইমরান পিয়াস, জেনিন সরকার, এস এ শুভ আনসারি, আবদুর রহমান আবদুল্লাহ, দিবস আবির, শৈশব আমিন, মোঃ ইলিয়াস তালুকদার ইমন সহ অন্যরা। উক্ত উদ্যোগ প্রসঙ্গে উক্ত সংগঠনের উপদেষ্টা আরাফাত রহমান হীরক বলেন, প্রতিবারের ন্যায় এবারেও রমজান উপলক্ষে ২৩ তারিখ অর্থাৎ সিরাজগঞ্জে ইফতার বিতরণ কর্মসূচী শুরু হয় এবং ঈদের আগের দিন উপদি এই কর্মসূচী ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের পক্ষে চলমান থাকবে। তিনি আরো বলেন, যেহুতু আমরা করোনার ক্রান্তিলগ্নের মধ্যে দিয়ে এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করছি সেহুতু স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে এবং পাশাপাশি করোনা কালীন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইফতার কর্মসূচীর সাথে জনসচেতনতামূলক কার্যক্রম ও চলমান।