বিনোদন নিউজ: সুরলোকে পাড়ি দিলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সন্ধ্যা ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার মৃত্যুতে ভারতীয় শিল্পীরা শোক জানিয়েছেন।
পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘কথা বলার কোনো ভাষা নেই। কিছু মানুষ রয়েছেন যারা কোনোদিন পৃথিবী থেকে যাবেন না। শরীরটা চলে গেলেও তিনি চিরকাল থেকে যাবেন। কোনো কথা বলতে পারছি না।’
শোক জানিয়েছেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। তিনি বলেন, ‘মা সরস্বতীর কাছের দু’জন মানুষ চলে গেলেন। মাঝে মাঝেই ফোন করতেন।’
সংগীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত বলেন, ‘এখন কিছু বলা খুব কঠিন ব্যাপার। দেবী সরস্বতীকে হারালাম। লতাজি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমি সরস্বতী বলেই মনে করি। ওনাকে আমি সন্ধ্যা মা বলে ডাকতাম। কোভিডের মধ্যেও প্রতিদিন ১ ঘণ্টার ওপর কথা বলতেন। মনে হচ্ছে দ্বিতীয়বার মাকে হারালাম।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক জানিয়েছেন সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা। তিনি বলেন, ‘খুব খারাপ হলো। মনটা খারাপ হয়ে গিয়েছে। ওনার ছবিটা যেন চোখের সামনে ভাসছে। অনেক ছোট ছোট শিল্পীদের খবর রাখতেন সন্ধ্যা দি।’