বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ীতে ৩০লাখ টাকার হেরোইন-সহ মোঃ মাহবুব আলম (২১), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা স্যাল্ডেলের ভেতর বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩০০গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ মাহবুব আলম, সে গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ডিএসবি (সদর), মোঃ রফিকুল আলাম। তিনি জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশ জানতে পারেন, ২জন মাদক কারবারী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চরআষাড়িয়াদহ মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাটে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তার হাতে থাকা এক জোড়া স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে এসআই মোঃ রুহুল আমিন শামীম ও সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত হেরোইনের অনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারী মোঃ সামিরুল ইসলাম পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।