সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও ওই মহল্লার চার জামায়াতের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মসজিদের ইমাম, শিক্ষক, ছাত্রসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য পরিষদের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক, উপদেষ্টা ও ব্যবসায়ী জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন ।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা, অনতবিলম্বে রহনপুর অসামাজিক কার্যকলাপ বন্ধে ও মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো দাবি জানান। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর কাছে স্মারকলিপি তুলে দেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com