বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে তেল-জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের পুরস্কৃত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার।
জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা বীজ প্রত্যয়ন অফিসার শামীম ইকবাল, বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ নুমেরী আশফাকুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছা. রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম ও ভোলাহাট উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। সূচনা বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।
দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে ‘তেল-জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। এই প্রকল্পের আওতায় যেসব কৃষক উৎপাদন বৃদ্ধিতে সফল হয়েছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়।