বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রহনপুর খাদ্যগুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
পরে উপজেলা প্রশাসন ও খাদ্যগুদাম আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক-উজ-জামান, রহনপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, মেসার্স নজরুল অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলামসহ মিলার ও কৃষকরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলায় ৪ হাজার ১৮ মেট্রিক টন চাল ও ১ হাজার ১১৮ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া অ্যাপসের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি ধরে ধান ও ৪৫ টাকা ধরে চাল সংগ্রহ করা হচ্ছে।