বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (রাজশাহী) এটিএম মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, চাঁপানবাবগঞ্জ রিজিওনের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আহসান হাবীব, ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী লোকমান হাকিমসহ অন্যরা।
নির্মাণ কাজের উদ্বোধনের পর অফিস কার্যালয়ের সামনে জিয়াউর রহমান এমপি ও বিএমডিএ চেয়ারম্যান আখতার জাহান দুটি ফলদ গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ প্রকল্পে এই তিনতলা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।