বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে প্রায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্য শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন— কৃষি অফিসার সাকলাইন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন— প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, সমবায় কর্মকতা সুলতান আলম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দীনসহ উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৮৫০ জন কৃষককে এই প্রণোদনা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৬০ জনকে শীতকালীন সবজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ২৯০ জন কৃষককে বসতবাড়িতে চাষের জন্য ৯ প্রকারের সবজি বীজ বিতরণ করা হচ্ছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের মধ্যে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে বসতবাড়িতে চাষযোগ্য ৪০০ কৃষককে ৭ ধরনের এক প্যাকেজে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৭০০ কৃষককে সার ও বীজ দেওয়া হবে। এর মধ্যে ১৪৫ কৃষককে লাউ, ১৮০ জনকে মিষ্টিকুমড়া, ১৯০ জনকে বেগুন ও ১৮৫ জনকে শসার বীজ দেয়া হবে। এছাড়া প্রতিজনকে দেয়া হবে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।