বিডি ঢাকা ডেস্ক
লোহিত সাগরে আসার পথে বাব আল-মান্দেব প্রণালীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রীসের মালিকানাধীন এমভি স্টার আইরিস নামে কার্গো জাহাজটিতে হামলা চালায়। খবর আরব নিউজের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা করা হয়। জাহাজটি ব্রাজিল থেকে ভুট্টা বহন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েল যাচ্ছিল। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি সামান্য ক্ষতি হয়েছে কিন্তু ক্রুরা কেউ হতাহত হয়নি।
আরো পড়ুন: ফ্রান্সে বোরকা পড়ায় ৬৭ ছাত্রীকে ফিরিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ
গাজায় গণহত্যা বন্ধ করার দাবিতে ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বরের মাঝামাঝি থেকে ইসরায়েলগামী জাহাজে হুথিরা হামলা চালিয়েছে আসছে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনীসহ ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে।