ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ২১ জুয়ারিকে আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১০ সেট তাস এবং জুয়া খেলার নগদ ৬৭ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মো. মাহবুবুর রহমান, এ কে এম হামিদ রেজা, মো. মাহবুবুর রহমান, প্রশান্ত কুমার মন্ডল, মো. জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মো. ওমর আলী, মো. হাবিবুর রহমান, মো. দেলোয়ার, মো. জাহাঙ্গীর হোসেন, মো. শরিফুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, মো. উজ্জল, মো. আবু সাঈদ কায়সার, মো. আশিকুজ্জামান, এ কে এম সাইফুদ্দিন, মো. মেয়াজ্জেম হোসেন, মো. এবাদুল হক, মো. হাবিব, মো. আবিদুর আহসান এবং মো. মোস্তফা কামাল।
বুধবার সন্ধ্যায় র্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের জানা যায় যে, কাফরুল এলাকায় কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়ে স্থানীয় যুব সমাজকে নষ্ট করছে। পরে মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে র্যাব-৪ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ সেট তাস এবং জুয়া খেলার নগদ ৬৭ হাজার ৭৩০ টাকাসহ ২১ জন জুয়ারিকে আটক করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা তাদের অভিযোগ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় নিয়মিত জুয়া আইনে একটি মামলা করা হয়েছে।