নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মড়লটোলার গ্রামের আফসার আলী (৮০) নামে পা ভেঙ্গে যাওয়া এক বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা। সোমবার দুপুরে খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান তিনি। এ সময় তার শারীরিক খোঁজখবর নিয়ে চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন তিনি। এতে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. দানেশ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের সমর্থরা। এর আগে তিনি চককীর্তি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য বই, পরীক্ষার ফ্রিসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খরচ প্রদান করেছেন। পাশাপাশি বিদেশগামীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন। এছাড়া চককীর্তি ইউপির বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা করেছেন তিনি। তাছাড়া কিশোর-যুবকদের অবক্ষয় রোধে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। শেষে এক প্রতিক্রিয়ায় আনু মিঞা বলেন, করোনাকালে নিজের জীবন বাজি রেখে যতটুকু পেরেছি নিজের ও তার সহধর্মিণীর ব্যক্তিগত তহবিল হতে ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি বর্তমানে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।