
বিডি ঢাকা ডেস্ক
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শনিবার ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করার পর একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী পরিদর্শক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিনসহ উপজেলার সমবায় সমিতির সদস্যবৃন্দ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সভায় বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, গোমস্তাপুর ট্রাক বন্দোবস্ত সমবায় সমিতি লিমিডেটের সাধারণ সম্পাদক জামিল আলম কাদরি, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজুর রহমান।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা সমবায় অফিস
ও সমবায়ীদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন— সমবায়ী ও প্রাণী পল্লী চিকিৎসক হাফিজুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।