বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
উদ্বোধনকালে তিনি চাঁপাইনবাবগঞ্জে তার কৈশোরকালের স্মৃতিচারণ করে বলেন— একসময় আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার, সৈয়দ মঞ্জুর হোসেন, অ্যাডভোকেট শ্রী রূপেন্দ্রনাথ রায় চৌধুরীসহ আরো অনেকে খেলাধুলার পৃষ্ঠপোষকতা করতেন। তখন বিশেষ করে ফুটবলের চর্চা হতো ভালোমত।
তিনি তার বক্তব্যে ইসরাইল সেন্টু, কিশোরদের মধ্যে তৌফিকুল ইসলাম তোফার কথা তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে দুদক কমিশনার মহান মুক্তিযুদ্ধের শহীদসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন বলেন— সোনামসজিদ প্রাঙ্গণে শায়িত আছেন আমাদের এক বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমি যতটুকু জানি, মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলে যে টাকা পাওয়া যেত তা মুক্তিযুদ্ধে দান করা হতো। তিনি বলেন, ফুটবল আমার খুবই প্রিয় খেলা।
এ সময় প্রধান অতিথি হরিমোহন ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনারও স্মৃতিচারণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন— মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এই জেলা। এই জেলা হবে সকল খেলাধুলার সূতিকাগার।
জেলা প্রশাসকের সবার সহযোগিতা কামনা করে বলেন— চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি তা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় করব ইনশাআল্লাহ। সদাশয় সরকার তারুণ্যের উৎসবের যে আয়োজন করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা। সূচনা বক্তব্য দেন— জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম ও সাব্বির আহমেদ।
এর আগে জাতীয়, অলিম্পিক ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা সদর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে সদর উপজেলা দলকে হারিয়ে জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা দল। সদর উপজেলা দলে দুজন নাইজেরিয়ান ও একজন সিরাজগঞ্জ থেকে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করছে।