বিডি ঢাকা ডেস্ক
পুকুর রক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের পাঁচটি মহল্লার মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার
আজাইপুর, আরামবাগ, শংকরবাটি, রামকৃষ্টপুর ও শান্তিমোড়ের মানুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে শহরের শান্তিমোড়ে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, লাল মোহাম্মদ, পৌরসভার সাবেক কাউন্সিল সেরাজুল ইসলাম, আব্দুল বারেক, দুলাল আলী, শহীদুল ইসলাম জার্জিস, সমাজকর্মী ও নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, এলাকাবাসী শামীম আহমেদ, মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালেদ, সুমী খাতুন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরের শান্তিমোড় সংলগ্ন ডোমেন সিং পুকুরটি ভূমিদস্যুরা দখল করে নিতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। অথচ এই পুকুর থেকেই বছরের পর বছর কয়েক গ্রামের প্রায় ১০ হাজার মানুষ গোসলসহ তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করে আসছে।
তাদের দাবি, পুকুরটি ডোমেন সিং নামে এক হিন্দু মানুষের ছিল। তার নামেই পুকুরটির নামকরণ করা হয়। দেশ স্বাধীনের পর পুকুরটি গ্রামবাসীর জন্য ছেড়ে দেওয়া হয়। বক্তারা আরো বলেন, পুকুরটি শুধু পানির উৎস নয়, বরং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এলাকাবাসী দ্রুত পুকুর রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে পুকুর রক্ষায় আরো বৃহত্তর আন্দোলনে নামবেন।