বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন— জেলা শাখার সাধারণ সম্পদাক ধনঞ্জয় চ্যাটার্জি ও সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পদাক সুমন সাহা, নাচোল উপজেলা শাখার সভাপতি সুধেন বর্মনসহ অন্য নেতৃবৃন্দ।
পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সভায় বিস্তারিত আলোচনা করা হয়।