ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাইস এনজিওর সাবেক মাঠকর্মী সাদিরুল ইসলাম সদস্যদের অবৈধ টাকা উত্তোলন ও বাইস এনজিও কতৃক মামলার হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে লাহাবাড়ী,বাজিন্দ্রপুর,বাউল,আলিশাপুর,গজলবাড়ী,মিড়কাডাঙ্গা এলাকাবাসী। রবিবার (১০ জানুয়ারী) বেলা ১১টায় ফরশেসপুর বাজারে ভুক্তভোগী সদস্যবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন;আঃ খালেকের ছেলে সুকুদ্দি,মৃত অলীল মাহত্বের ছেলে জয়চাঁন,আরিফের ছেলে কহিনুর,আষাড়ু মাহত্বের ছেলে শ্রী কাজল,আঃসালামের ছেলে সাদিকুল ইসলাম,মৃত আজাদ আলীর ছেলে সানউল্লাহ,মৃত জোহর আলীর ছেলে বাদল হোসেন,আবুল হোসেনের ছেলে হানিফ,মৃত মুনতাজ আলীর ছেলে মোজাফফর আলী,ইউসুফ আলীর ছেলে ইয়াদুল,এনতাজ আলীর ছেলে জাহাঙ্গীর,বিধবা নারী ঝড়না,নাসিরুলের স্ত্রী তাহেরা খাতুন,সেলিম রেজার স্ত্রী তানজিলা,আঃ হকের স্ত্রী ফাতেমা,পাতাল আলীর ছেলে জেন্টু প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের বক্তবে বলেন;বাইস এনজিওর নাচোল শাখার সাবেক মাঠকর্মী সাদিরুল ইসলাম এনজিওর ১৩২জন সদস্যদের নামে স্বাক্ষর জাল করে অবৈধ ভাবে ৬৪লাখ টাকা উত্তোলন করে। এনজিওর সদস্যরা বাইস এনজিকে টাকা দিতে নাজার হলে তাদের নামে উকিল নোটিশ পাঠিয়ে মামলা করে এবং ভুক্তভোগী সদস্যদের মধ্যেও বেশ কয়েকজন কারাবন্দীও হয়।অনান্য সদস্যদের হয়রানী করছে বলেও জানা যায়।