মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে ১৭১ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল (২৫ মার্চ) জেলার শিবগঞ্জ থানাধীন উপর কয়লার দিয়াড় গ্রামে জনৈক মোঃ অলী এর আম বাগানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃত ব্যক্তিরা হলো জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট কলেজ পাড়া এলাকার মোঃ সনু আলীর ছেলে মোঃ কালাম (৩২),চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বারঘরিয়া গ্রামের জনজালি মন্ডলের ছেলে আব্দুল আলিম (২৫) ও একই থানাধীন উপর নিমগাছি সরকার পাড়া এলাকার নাইমুল হকের ছেলে মোঃ শরিফ ইসলাম কে হাতেনাতে আটক করে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।