বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
তিনি তার বক্তব্যে নার্সদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং আগামী ডিসেম্বর মাসে প্রধামন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জে এনে একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন। তিনি জানান, ইতোমধ্যে এই দুটি প্রতিষ্ঠান চেয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ডিও দেয়া হয়েছে।
এসময় নার্সিং ইনস্টিটিউটের চলমান পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা নিরসনের আশ^াস প্রদান করেন এমপি আব্দুল ওদুদ।
প্রতিষ্ঠানটির নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নার্সিং ইন্সট্রাক্টর এ এইচ এম সোলায়মান আলী ও সায়েমা খাতুন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও সম্পা খাতুন, নীবনদের মধ্যে মোমিন আলী ও সাদিয়া আফরিন বিলকিস।
মসিউর রহমান জানান, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে নবীন শিক্ষার্থী ৪৭ জন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২৪ জন। এছাড়া অধ্যয়নরত আছেন ২১৯ জন। সবমিলিয়ে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৯০ জন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিদা আকতার।