রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০ কোটি টাকার প্রকল্পে অনিয়ম! নির্মাণকাজ শেষ হতেই পুকুরে ধসে পড়লো সড়ক ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট কারাগারে পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগন্জের বরেন্দ্র অঞ্চলে কৃষি ক্ষেত্রে অভুতপুর্ব সাফল্যের রোল মডেল কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত অন্তত ৬৩ দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সিরাজগঞ্জে যমুনায় ভাঙন: নদীগর্ভে ফসলি জমি, বাড়িঘর বিলীন

চাঁপাইনবাবগন্জের বরেন্দ্র অঞ্চলে কৃষি ক্ষেত্রে অভুতপুর্ব সাফল্যের রোল মডেল কৃষিবিদ তানভীর আহমেদ সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সফলতা রেখে গেলেন সদ্য বিদায়ী গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ। গতকাল বুধবার বিকেলে তাকে বিদায়ী অনুষ্ঠানে আগত কৃযক,খামার মালিক ও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে জানাগেল এসব কথা। তারা জানান স্যার সারাক্ষণ আগত কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিতেন। কৃষকগন খুব সহজেই স্যারের সংগে দেখা করতে পেতেন। অনেক ক্ষেত্রে তিনি মোবাইলে কৃষক ও খামারিদের নিজ মোবাইল থেকে পরামর্শ দিতেন।

জানাগেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষকদের কাছে আস্থার আরেক নাম কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। ২০২১ সালে উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, নিবিড় পরামর্শ ও আন্তরিক সেবার মাধ্যমে হয়ে উঠেছেন কৃষকদের নিকটজন।

তার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, যেখান থেকে কৃষকেরা প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। আধুনিক চাষাবাদে যেমন মালচিং, ব্যাগিং, পলিনেট হাউস, ছাদবাগান, ড্রাগন, বারোমাসি সজিনা ও জৈবসার ব্যবহার কৃষকদের মধ্যে জনপ্রিয় করে তুলেছেন তিনি।

“কৃষি অফিসার গোমস্তাপুর” ফেসবুক আইডির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করছেন তিনি। কৃষি বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য খুলেছেন কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। সপ্তাহের সাতদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এক গ্রামের কৃষকদের সঙ্গে অন্য গ্রামের কৃষকদের সংযোগ স্থাপন করছেন। নতুন প্রযুক্তি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন।
গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের গরুর খামারি আব্দুল আলিম রিপন জানান, আগে গরুর গোবর যেখানে-সেখানে ফেলতেন, এখন কৃষি অফিসের পরামর্শে গোবরের জন্য ঘর তৈরি করে কম্পোস্ট সার তৈরি করছেন এবং তা স্থানীয় চাষিদের কাছে বিক্রি করছেন। কয়েক বছর আগেও কৃষকরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করতেন, কিন্তু কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের প্রচেষ্টায় এখন তারা জৈবসার তৈরি ও ব্যবহারে অভ্যস্ত হয়েছেন।

গোমস্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে এসএসিপি রেঞ্জইচ প্রকল্পের মাধ্যমে ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে।এই কেন্দ্রগুলো থেকে কৃষকরা প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কেঁচো সার উৎপাদনে কৃষকরা অর্জন করেছেন সফলতা। কুয়েত ফেরত এক যুবক এই কাজে স্বচ্ছলতা এনেছেন এবং কর্মসংস্থান করেছেন ১০ জনের। তাঁর পরামর্শে শত শত কৃষাণ-কৃষাণি এখন স্বাবলম্বী।

রাধানগরের কৃষক শাহীন আলমকে পরামর্শ দিয়ে অফ সিজনে তরমুজ চাষ করিয়ে চমক দেখিয়েছেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন।
পার্বতীপুরের কৃষক ফাইজুল ইসলাম জানান, ২০২৩ সালে তানভীর স্যারের পরামর্শে কেঁচো সার উৎপাদন শুরু করে সফল হন। বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে উতপাদন শুরু করেছেন।

রহনপুর ইউনিয়নের কৃষি উদ্যোক্তা শামীম রেজা এসএসিপি রেঞ্জ প্রকল্প থেকে তিন লাখ টাকার কৃষি যন্ত্রাংশ অনুদান পেয়েছেন। এই যন্ত্রাংশ ব্যবহার করে কৃষকেরা আরও লাভবান হচ্ছেন এবং কৃষি খাতে আসছে উন্নয়ন। নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি স্থানীয় কৃষকদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, তানভীর আহমেদ সরকার একজন দায়িত্বশীল ও পরিশ্রমী অফিসার। তার সহযোগিতা গোমস্তাপুর উপজেলায় কৃষিতে ব্যাপক উন্নতি হয়েছে। আমি আশা করি কৃষি সম্প্রসারণে তিনি আরও ব্যাপক অবদান রাখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com