বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

চাঁপাই নবাবগঞ্জ জেলায় পবিত্র  মাহে ররীউল  আউয়াল শরীফ মাসকে স্বাগতম জানিয়ে শহর প্রদক্ষিণ ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

আজকে রবিউল আওয়াল শরীফ মাস উনার পহেলা তারিখ,  আলহামদুলিল্লাহ,
আমাদের মাঝে আগমন করেছেন এমন এক মহা সম্মানিত মাস,  যেই মাসের ১২ তম তারিখে দুনিয়ায় জমিনে তাশরীফ মুবারক  নিয়েছেন যিনি আখেরী নবী, দো-জাহানের বাদশাহ, রহমাতুল্লিল আলামীন, নুরে মুজাস্সাম, আল্লাহ পাক উনার হাবীব হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। (সুবহানাল্লাহ) সেই  জন্য এই মাস দুনিয়াবাসীর সকল মুমিন মুসলমানগণ উনাদের জন্য ঈদের একটি মাস খুশির মাস। আর এই রহমতপূর্ণ বিলাদত শরীফ মাসকে কেন্দ্র  যামানার সুমহান  মুজাদ্দিদে আযম, মাওলানা  ইমাম রাজারবাগ শরীফ উনার মুর্শিদ আলাইহিস সালাম তিনি ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিলের আয়োজন করেছেন। (সুবহানাল্লাহ )

তাই মহা সম্মানিত মাসকে  স্বাগতম জানিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরে  র‌্যালি করেছেন
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা,
সাইয়্যিদুল আইয়াদ শরীফ উদযাপন কমিটি  চাঁপাই নবাবগঞ্জ জেলা,  আনজুমানে আল বাইয়্যিনাত চাঁপাই নবাবগঞ্জ জেলা,
ওলামা আনজুমানে আল বাইয়্যিনাত চাঁপাই নবাবগঞ্জ জেলা,
যুব আনজুমানে আল বাইয়্যিনাত চাঁপাই নবাবগঞ্জ জেলা,
ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত চাঁপাই নবাবগঞ্জ জেলা।

১৭ সেপ্টেম্বর ইয়াওমুল আহাদ রবিবার,  সকাল ৮ টায় চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের ঝিলিম রোডস্থ মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।  শহর প্রদক্ষিণের গাড়ী বহরে প্রায় ৪০ টি মটর সাইকেল ১৪টি পিকআপ ৩ টি প্রাইভেট কার দিয়ে শহর প্রদক্ষিণ  সম্পূর্ণ হয়। প্রদক্ষিণ  এ উপস্থিত ছিলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি চাঁপাই নবাবগঞ্জ জেলা ও  সাইয়্যিদুল আইয়াদ শরীফ উদযাপন চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটির দায়িত্বশীল ও সদস্য গণ এছাড়া আরও বিশিষ্ট  ব্যবসায়ী মেসার্স
আজমেরী ট্রেডার্স এর পরিচালক মুহম্মদ তরিকুল ইসলাম,বিশিষ্ট  ব্যবসায়ী আল ইহসান ট্রেডার্স এর প্রোপাইটর মুহম্মদ পারভেজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী মুহম্মদ ইলিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মুহম্মদ নুরুজ্জামান,  মুহম্মদিয়া জামিয়া শরীফ মসজিদ মাদ্রাসার দায়ীত্বশীল মুহম্মদ আওকাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ক্বারী  আবু সায়েম, রানিবাড়ী চাঁদপুর মসজিদ এর ইমাম হাফেজ ক্বারী আল্লামা জালালুদ্দিন,   মুন্সিগনঞ্জ জামে মসজিদ এর ইমাম ও খতিব আল্লামা মহসীন, প্রফেসর মুহম্মদ শাহিন কারবালা কলেজ, মুহম্মদ ওমর আলী মাস্টার ভোলাহাট, আল্লামা মহসীনুল মুলক, অধ্যক্ষ ঠনঠনিয়া ফাজিল মাদ্রাসা বগুড়া,ও সর্বস্তরের জনগণ    ।  এ সময় বক্তরা বলেন মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যমীনে ও মানবজাতির মধ্যে বিলাদত শরীফ দান করেছেন; সেজন্যই উনার বিলাদত শরীফ উপলক্ষে ঈদ বা খুশি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। যা মাখলূকাতের জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يايها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما فى الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذالك فليفرحوا هو خير مما يجمعون

অর্থ: “হে মানবজাতি! অবশ্যই তোমাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এসেছেন মহান নছীহতকারী, তোমাদের অন্তরের সকল ব্যাধিসমূহ দূরকারী, কুল-কায়িনাতের মহান হিদায়েত দানকারী ও ঈমানদারদের জন্য মহান রহমতস্বরূপ (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমরা মহান আল্লাহ পাক উনার দয়া, ইহসান ও রহমত (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে) উনার জন্য ঈদ উদযাপন তথা খুশি প্রকাশ করো। (তোমরা যতো কিছুই করোনা কেনো) তিনিই হচ্ছেন সমগ্র কায়িনাতের জন্য সবচেয়ে বড় ও সর্বোত্তম নিয়ামত।” (পবিত্র সূরা ইউনুস : পবিত্র আয়াত শরীফ ৫৭-৫৮)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com