মুফদি আহমেদ :না ফেরার দেশে চলে গেলেন দাদুভাই চিরবিদায় নিলেন আমাদের প্রিয় দাদুভাই। কিংবদন্তি ছড়াকার,নাট্যকার, শিশু সংগঠক, প্রবীণ সাংবাদিক,উত্তরবঙের কৃতিসন্তান রফিকুল হক দাদুভাই আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে মুগদাপাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বর্তমান স্ত্রী ফাতেমা হক,দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার প্রথম স্ত্রী হামিদা হক মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দাদুভাই তাঁর দীর্ঘ কর্মজীবনে আজাদ, দৈনিক পূর্বদেশ, কিশোর বাংলা, দৈনিক জনতা, দৈনিক রূপালী,সর্বশেষ দৈনিক যুগান্তরে ছিলেন। তিনি শিশু কিশোর যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা। তিনি কিশোর বয়সে রংপুরে লেখাপড়াকালীন সময় থেকেই তৎকালীন জনপ্রিয় শিশু কিশোর সংগঠন মুকুল ফৌজের সাথে যুক্ত হন। এছাড়াও তিনি পেশাগত অন্যান্য সকল সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি কর্মজীবনে আমিসহ দেশের খ্যাতিমান, অগণিত গুণী সংগঠক,সাংবাদিক,ছড়াকার, লেখক,সাংস্কৃতিক কর্মী,মিডিয়া ব্যক্তিত্ব সৃষ্টির কারিগর। চাঁদের হাট, নর্থবেঙল জার্নালিস্ট ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি’র পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।এই সংগঠনগুলো প্রতিষ্ঠায় তাঁর অবদান অবিস্মরণীয়। দাদুভাই’র চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।