সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় ৬ দফা দাবি স্কুলপর্যায়ে টাইফয়েড টিকা দেয়া শুরু রাজশাহীতে আরএমপির বিশেষ অভিযান: ১৯ জন গ্রেপ্তার মহানগরীর চাঁন্না সাকুর মোড়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মানুষ অপহরণ করতো তারা দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায় ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন রাজশাহীতে শতবর্ষী গাছ রক্ষায় সচেতন নগরবাসীর চিঠি

জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও নিবন্ধিত মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান।
সভায় সূচনা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক সাহিদা আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাইকী ওদুদ, কল্যাণী মহিলা সমিতির সহসভাপতি ফারুকা বেগমসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে ফয়সাল রায়হান বলেন— একটি পরিবারে মা যদি তার সন্তানকে সাপোর্ট দেয় তাহলে তার সামনে এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। আজকে বাংলাদেশ যে অবস্থানে আছে, সামনে আরো ভালো অবস্থানে যাবে।
তিনি আরো বলেন, আমাদের সামনের দিকে এগোনোর মূলে হচ্ছে শিক্ষা। যত বেশি শিক্ষিত হবে, যত বেশি পড়াশোনা করবে, তত বেশি দেশ এগিয়ে যাবে। আমাদের কন্যাশিশুদের প্রতি যে লিঙ্গ বৈষম্য তা অটোমেটিক দূর হয়ে যাবে। ধর্মীয় অনুশাসন এবং নৈতিক শাসনের পারস্পারিক সমন্বয়ে আমাদের দেশ এগিয়ে যাবে। কন্যা কিংবা পুত্র যাই হোক না কেন, সবাই যেন সুস্থ মানুষ হয়ে, সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারি সেই আলোকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে।
পরে একই স্থানে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়। ১৪টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান।
এর মধ্যে পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠনকে ৩২ হাজার, কল্যাণী মহিলা সংসদকে ৩২ হাজার, গ্রাম বাংলার নারী কল্যাণ সংস্থাকে ৩২ হাজার, শিখা মহিলা কল্যাণ সমিতিকে ২২ হাজার, অন্তরা মহিলা উন্নয়ন সমিতিকে ১৫ হাজার, আকন্দবাড়িয়া নারী উন্নয়ন সংগঠনকে ৩২ হাজার, বৈশাখী মহিলা উন্নয়ন সমিতিকে ৩২ হাজার, প্রোবিটি মহিলা গ্রাম উন্নয়ন সংস্থাকে ৩২ হাজার, জাগরণী মহমুখী মহিলা উন্নয়ন সংস্থাকে ১৫ হাজার, চামেলী মহিলা কল্যাণ সমিতিকে ৩২ হাজার, নকশী কাঁথার মাঠ মহিলা সমিতিকে ১৫ হাজার, দিগন্ত মহিলা সমিতিকে ১৫ হাজার, বস্তি উন্নয়ন মহিলা সংস্থাকে ১৫ হাজার, পলশা নারী কল্যাণ সমিতিকে ১৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ।
বিআরডিবি অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন— সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা আক্তার।
অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৫টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শিবগঞ্জ প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রফিকসহ অন্যরা অংশগ্রহণ করেন।
অন্যদিকে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ২৪ জন স্বপ্নসারথিকে সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা কর্মসূচির সহায়তায় এ সংবর্ধনা দেয়া।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। উপস্থিত ছিলেন— শিবগঞ্জ রসুলপুরস্থ ব্র্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা সহায়তা কর্মসূচি (সেল্প)’র কর্মকর্তা আব্দুল আউয়াল ও মাজিদুর রহমান সোহেলসহ অন্যরা।
অনুষ্ঠানে মাজিদুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের দশটি স্বপ্নসারথি দলে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের জীবন-দক্ষতা সেশন পরিচালনা করা হয়। এই দলের ২৪ জন স্বপ্নসারথি ১৮ বছর পার করে নিজেকে বাল্যবিয়ে মুক্ত করতে পারায় জাতীয় কন্যাশিশু দিবসে স্বপ্নসারথি কিশোরীদের সম্মাননা দেয়া হয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ অত্র এলাকার কন্যাশিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকরী অফিসার সাখাওয়াত হোসেনসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com