বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার সকালে নূরুল ইসলাম বুলবুল ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের সঙ্গে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, ভর্তি রোগীদের খাবার বিষয়সহ হাসপাতাল আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
এদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক এলাকায় মতবিনিময় ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ড. মিজানুর রহমান নেজামপুর ইউনিয়নের বকুলতলা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, দিয়াড়া ডিমকইল হাই স্কুল, দিয়াড়া ডিমকইল দাখিল মাদ্রাসা ও দিয়াড়া ডিমকইল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, সহ-সেক্রেটারি মাওলানা রইসুদ্দিন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নেজামপুর ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নূরুল ইসলাম বুলবুল ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে ড. মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন।