জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুরে ঐতিহ্যবাহী মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র মো. শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদস্য হাজি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপাপ্ত) মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী ও ঠিকাদার মির্জা গোলাম রব্বানী রিপন এবং দলীয় নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটি জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছেন।