ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র কেড়ে নেওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজের আয়ের সম্বল সেই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর বাড্ডা লিংক রোডে। প্রতিদিনের মতো যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত আলী। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যান।
মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কিন্তু কাগজপত্র ফেরত না পেয়ে ক্ষোভে-দুঃখে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এই রাইডার।
মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন কেউ একজন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এতে অনেককে ট্রাফিক সার্জেন্টদের ‘চাঁদাবাজি ও মামলাবাজির বাড়াবাড়ির’ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শওকত আলীকে থানায় এনে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। তিনি আমাকে জানিয়েছে, আগেও কয়েকটি মামলা হয়েছে তার গাড়ির বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘আজকে যখন পুলিশ তার কাগজপত্র নিয়েছে, তখন তিনি হতাশা ও আবেগ থেকে গাড়িতে আগুন দিয়েছেন।’
শওকত আলীর বরাত দিয়ে ওসি বলেন, ‘ছোট ব্যবসা ছিল তার। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে। গত ২-৩ মাস ধরে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি।’