নিউজ ডেস্ক : ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়েছে। অসুস্থতার কথা বলে প্রায় তিন মাস এই হাসপাতালের প্রিজন সেলে ছিলেন তিনি। শনিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার।
সাময়িক বরখাস্ত হওয়া চার কারারক্ষী হলেন- মো. ইউনুস আলী মোল্লা, মীর বদিউজ্জামান, মো. আব্দুস সালাম ও মো. আনোয়ার হোসেন।
দুর্নীতি দমন কমিশন ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের রফিকুল আমিনের বিরুদ্ধে চার হাজার ২০০ কোটি টাকার অর্থপাচার মামলা করে। ২০১২ সাল থেকেই তিনি কারাগারে আছেন।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ডেসটিনির এমডি রফিকুল আমিন বিকেল ৪টার দিকে কারাগারে পৌঁছেছেন। এখানে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে বলেও জানান তিনি।