রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

স্মার্টফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫৪১ বার পঠিত

অনলাইন নিউজ : অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সাধের ফোনও স্লো হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন।

জেনে নিন কীভাবে খুব সহজে নিজেই কাজটি করতে পারবেন-

> ফোনের স্টোরেজ খালি করতে প্রথমেই স্মার্টফোনের সেটিংসে চলে যান।

> এবার স্টোরেজ অপশনে ট্যাপ করুন।
> এখানে ফাইল আকারে যাবতীয় কন্টেন্টের লিস্ট এবং সেগুলো কতটা স্পেস নিয়ে আছে তা দেখানো হবে।
> এবার ‘Free Up Space’ (ফ্রী আপ স্পেস) বিকল্পে ক্লিক করুন।
> এরপর, ‘Google Files App’ বা ‘Remove Items’ নামের একটি অপশন দেখতে পাবেন। এটিকে নির্বাচন করুন।
> ‘Remove Items’ ফিচারের সাহায্যে আপনি ব্যাকআপ নেওয়া ফটো এবং ভিডিও সরাতে বা রিমুভ করতে পারবেন।
> এছাড়া, আপনি ডাউনলোড করা ফাইল এবং কম ব্যবহৃত অ্যাপগুলো সরিয়ে ফেলে মোবাইলের স্টোরেজ বাড়াতে পারবেন।

অনেক সময় ফোনের অনেক স্টোরেজ ক্যাশে মেমরির জন্য ভর্তি হয়ে যায়। তাই এটি ক্লিয়ার করার জন্য প্রথমেই সেটিংস অপশনে চলে যান। তারপর স্টোরেজ বিভাগে চলে যান। এখানে ‘cache’ লেখা একটি অপশন দেখতে পাবেন। এটিকে ক্লিয়ার করুন। তবে ক্যাশে মেমোরি সরিয়ে দেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা কোনো ফাইল ডিলিট হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com