বিডিঢাকা ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ কাঁচা বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। মনিরুল ইসলাম এ সময় করোনা থেকে সতর্ক থাকতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। ১৭ জুন বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য বিধি মেনে করোনা ভয়কে উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা কে সাথে নিয়ে মাস্ক প্রদান করেন। এ সময় ছাত্রলীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ করার সময় মেয়র মনিরুল ইসলাম পৌর নাগরিক ও ব্যবসায়ীদের মাস্ক পরা নিশ্চিত করতে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে পরামর্শ দেন। এ ছাড়াও যে কোন প্রয়োজনে সবসময় পৌরবাসীর পাশে থাকবেন বলেও মেয়র জানান। উল্লেখ্য, গত এমপি ও পৌর সভা নির্বাচনে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিককে জেতাতে ছাত্রলীগ অবদান রাখে। শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা ও সেক্রেটারি আসিফ আহসান এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকদের নিরলস পরিশ্রমের ফল নৌকার প্রার্থী মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।