সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় ৬ দফা দাবি স্কুলপর্যায়ে টাইফয়েড টিকা দেয়া শুরু রাজশাহীতে আরএমপির বিশেষ অভিযান: ১৯ জন গ্রেপ্তার মহানগরীর চাঁন্না সাকুর মোড়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মানুষ অপহরণ করতো তারা দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা পানি কমেছে পদ্মা মহানন্দায়, সামান্য বেড়েছে পুনর্ভবায় ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন রাজশাহীতে শতবর্ষী গাছ রক্ষায় সচেতন নগরবাসীর চিঠি

তেইশ নারী ফুটবলারকে সংবর্ধনা ও দুজন প্রবীণ ক্রীড়া সংগঠককে সন্মাননা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জেলার সফল ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সঙ্গে দুজন প্রবীণ ফুটবলার ও সংগঠককে আজীবন সন্মাননা প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারই আগ্রহে জেএফএ অনূর্ধ্ব-১৪, ইয়ুথ উইমেন্স ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০২৫-এর রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ দলের ১৮ জন নারী ফুটবলারের প্রত্যেককে ১০ হাজার করে টাকা ও অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন রাজশাহী দলে অংশগ্রহণকারী চাঁপাইনবাবগঞ্জের ৫ জন নারী ফুটবলারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে নারীদের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করা কোচ সেতাউর রহমানকে দেয়া হয় ক্রেস্ট ও ২৫ হাজার টাকা উপহার।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য দুজন প্রবীণ ফুটবলার ক্রীড়াসংগঠক ইসরাইল সেন্টু ও মজিবুর রহমান খানকে আজীবন সন্মাননা স্মারক ও প্রত্যেককে ২৫ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়।
শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেসমিন খাতুন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রবাসে থাকা রেজা হায়াতের আগ্রহ ও তার একটি লিখিত বার্তা উপস্থাপন করেন ক্রীড়া সংগঠক আসরাফুল আম্বিয়া সাগর।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ নারীদের খেলাধুলাকে আরো এগিয়ে নিতে এমন উদ্যোগ বিশেষ ভুমিকা রাখবে বলে উল্লে¬খ করেন এবং নারীদের ফুটবলের উন্নয়নে সরকারি সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, আজীবন সন্মাননা প্রাপ্ত ক্রীড়া সংগঠক ইসরাইল সেন্টু। সংবর্ধিত ফুটবলার আঁখি আক্তার ও শ্রীমতি সেনোতি। নারী ফুটবলের উন্নতি হচ্ছে উল্লেখ করে, চাঁপাইনবাবগঞ্জের ফুটবলসহ সকল খেলাধৃলার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রবাসী রেজা হায়াতের বড়ভাই ডা. আনোয়ার জাহিদ রুবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, ডা. তড়িৎ কুমার সাহা, রোটারিয়ান আজাদুল হক আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফাসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com