বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘.বাংলা’ ডোমেইনে ই-মেইল ব্যবহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দেশে প্রথমবারের মতো ‘.বাংলা’ ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স (ইউএ) ডে-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘বিটিআরসি.বাংলা’ ডোমেইনে কমিশনের ওয়েবসাইট ও ই-মেইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

এখন থেকে ই-মেইল ঠিকানায় ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করার সুযোগ তৈরি হচ্ছে। যা ডিজিটাল অন্তর্ভুক্তি ও মাতৃভাষার ডিজিটাল ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিবসটি উপলক্ষ্যে বিটিআরসি ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) যৌথ আয়োজনে এবং ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরসের (আইসিএএনএন) সহায়তায় বিটিআরসি ভবনে কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞ, গবেষক ও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন।

মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, বিশ্বে মাত্র ১৬ শতাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন, অথচ ৪৯ দশমিক ২ শতাংশ ইন্টারনেট কনটেন্ট ইংরেজিতে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য নিজ ভাষায় ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো হলে তা দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।

কারিগরি দিক ও সম্ভাবনার কথা উল্লেখ করে বিটিআরসির উপপরিচালক ড. শামসুজ্জোহা জানান, ২০২৬ সাল থেকে নতুন করে টপ লেভেল ডোমেইন বরাদ্দ শুরু হবে। এতে বাংলাদেশের উদ্যোক্তারা বড় ধরনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, যোগাযোগের জন্য মাতৃভাষার বিকল্প নেই। ডিজিটাল বৈষম্য কমাতে কানেক্টিভিটি ও ইন্টারনেট ব্যবহারে ব্যবধান দূর করতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় সামাজিক ও সাংস্কৃতিক বিষয় অন্য ভাষায় ঠিকভাবে প্রকাশ করা যায় না। তাই ইন্টারনেটে মাতৃভাষার ব্যবহার বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, বিআইজিএফ চেয়ারপার্সন মোহাম্মদ আমিনুল হাকিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com