রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: নদী দখল ও দূষণ মুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একথা বলেন নদী পরিব্রাজক দল । আজ ১৩ ডিসেম্বর রবিবার সকালে কারিতাস প্রমোশন অব এগ্রো-ইকোলজি প্র্যাকটিসেস ইন দি সিএইচটি প্রকল্পের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে মুক্তমঞ্চ প্রাঙ্গণে বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার অংশগ্রহণে বান্দরবান জেলার সভাপতি এমেচিং মার্মা এর সভাপতিত্বে একটি মানববন্ধন করা হয় । মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার উপদেষ্টা জনাব কামাল পাশা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার সিনিয়র সহ সভাপতি বাবুল কর্মকার ও যুগ্ম সাধারন সম্পাদক দীপিকা তঞ্চ্যঙ্গা মঞ্জু, কারিতাসের প্রোগ্রাম অফিসার রুপনা দাশ সহ আরো অনেকে । মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ । নদীরক্ষা হলে আমাদের বাংলাদেশ বাঁচবে। তাই অবৈধ নদী দখল ও দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই বান্দরবানের সকল সচেতন সমাজ ও নদী পরিব্রাজক দল নদী দখল ও দূষণ মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ও জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।