বিডি ঢাকা ডেস্ক
তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে অবস্থিত ‘ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা’ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রানী ইলা মিত্র স্মৃতি সংসদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ।
সভায় সভাপতিত্ব করেন রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, রানী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে। ইলা মিত্র কেবল তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তা কিন্তু নয়— তিনি ইতিহাসের এক সাহসী নারী, যিনি নিপীড়নের মুখেও সত্যের পক্ষে ছিলেন। তাঁর জীবন থেকে শেখার আছে অনেক কিছু।
আলোচনা সভা শেষে শতাধিক মানুষের জন্য আয়োজন করা হয় কাঙালিভোজের।
উল্লেখ্য, ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নাচোল অঞ্চলে চলা তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে নেতৃত্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় এই বিপ্লবী নারী মৃত্যুবরণ করেন।