বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাচোল ইলা মিত্র সাংস্কৃতিক চর্চা ও পাঠাগারে এসবের আয়োজন করে পৌর জাতীয় পার্টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন- নাচোল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আজগর আলী। এতে সভাপতিত্ব করেন- নাচোল পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ। সঞ্চালনা করেন- জাতীয় যুব সংহতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রফেসর তৌহিদুল ইসলাম শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাচোল পৌর কমিটির সাধারণ সম্পাদক দুরুল হুদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দোয়া অনুষ্ঠিত হয়।