বিডি ঢাকা ডেস্ক
‘দেশপ্রেমের চেতনা জাগুক স্কাউটিংয়ে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ওয়ান ডে স্কাউট ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আনন্দ উপভোগ করেন স্টাউট সদস্যরা। পরে রাত সাড়ে ৮টায় ক্যাম্প ফায়ার অনুষ্ঠান শেষে স্কাউট ক্যাম্পে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
স্কাউট গ্রুপ কমিটির সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিকুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট নাচোল শাখার সভাপতি কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা আইসিটি অফিসার সোহেল, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হুদা ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন।