বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে নাচোল ডাকবাংলো চত্বর থেকে বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল সাবার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন- নাচোল উপজেলা, পৌর ও নাচোল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারীদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।