মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে এশিয়ান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নাচোল উপজেলা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক প্রভাষক শফিকুল আলম, নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলী। উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন ভোলামোড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক। সোনাইচন্ডী ব্রাইটস্টার কিন্ডার গার্টেন এর পরিচালক আব্দুল বারি নান্টু। হাটবাকইল গ্রীণভিউ স্কুলের পরিচালক আব্দুল হাই সুইট, নেজামপুর স্কলার্স কিন্ডার গার্টেন এর পরিচালক মিজানুর রহমান,আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিবগাতুল্লাহ। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক মন্ডলী তাদের বক্তব্যে বলেন, সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিতে সবচেয়ে বেশি প্রাইভেট শিক্ষা প্রতিষ্টানের ক্ষতি হয়েছে। বিগত ৯ মাস যাবৎ নাচোল উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২হাজার শিক্ষকমন্ডলীরা মানববেতর জীবন যাবৎ করছে। বর্তমান সরকার অবশ্যই সেই বিষয়টি দেখবেন। এছাড়া বই নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সমুক্ষিন হই। সেই বিষয়টি অবশ্যই উপজেলা চেয়ারম্যান ও মেয়র মহোদয় দেখবেন। আলোচনা শেষে নাচোল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসোসিয়েশন সভাপতি হিসাবে সর্বসম্মতি ক্রমে অক্সফোর্ড একাডেমীর চেয়ারম্যান আবু তাহের খোকনকে সভাপতি ও এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলীকে সাধারন সম্পাদক , ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক প্রভাষক শফিকুল আলম সহ-সভাপতি, ব্রাইট স্টার কিন্ডার গার্টেন এর পরিচালক আব্দুল বারি নান্টুকে সহ সভাপতি, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেনকে সহ-সভাপতি, নাচোল উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেককে যুগ্ম সাধারণ সম্পাদক ,গ্রীনভিউ স্কুলের পরিচালক আব্দুল হাই সুইটকে সহ-সাধারন সম্পাদক, সানরাইজ স্কুলের পরিচালক কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, আয়েশা স্টার লাইট এর পরিচালক মোস্তাক আহম্মেদকে সহ-সাংগঠনিক সম্পাদক, স্কালার্স স্কুলের পরিচালক মিজানুর রহমানকে অর্থসম্পাদক, আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিবগাতুল্লাহকে দপ্তর সম্পাদক, শিংরোল একাডেমীর শিক্ষক দুরুল হোদাকে প্রচার সম্পাদক ও জয় মেমোরিয়াল স্কুল এর পরিচালক মায়মুনা খাতুনকে মহিলা বিয়ষক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।