মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রোববার ১৫আগস্ট সকাল সাড়ে ৮টায় উপজেলা মধ্যে বাজার আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া-মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন আবদুল ওহাব। প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সত্তার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নাচোল সদর ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নেজামপুর ইউনিয়নের সাবেক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, নাচোল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, পরিষদ ও সকল সরকারি, বে-সরকারি, স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।