নাটোর সংবাদদাতা : নাটোরে দুই শিশু ধর্ষণের দায়ে ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।সেই সঙ্গে আদালত ধর্ষককে ১ লক্ষ টাকা জরিমানাও করেন।যা আসামীর সম্পত্তি হতে জব্দ করে ওই দু শিশুদের পরিবারকে দেয়া হবে। আজ বুধবার ৩ ফেব্রুয়ারি দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক এই আদেশ দেন।সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী পাবনা জেলার ঈশ্বরদী থানার মাঝদিয়া এলাকার এসকান আলীর ছেলে। আদালত সূত্রে জানা গেছে,২০১৭ সালের ২৭ নভেম্বর সকালে জেলার লালপুর উপজেলার শ্রীরামগাড়ী গ্রামে ৬ বছরের দুই শিশুকে চকলেট দেয়ার কথা বলে বাড়ির পিছনে বাঁশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ইয়াকুব আলী।পরে ওই দুই শিশুকে ঘটনা না জানাতে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় ধর্ষক।পরে শিশু দুটি বাড়ি গিয়ে নিজ নিজ অভিভাবকদের জানায়।পরদিন এক শিশুর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন।