চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : এস এম রুবেল বিশিষ্ট আইনজীবী ‘দৈনিক চাঁপাই দর্পণ’এর প্রধান উপদেষ্টা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান আর নেই। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ পরিবার, নেতাকর্মীরা। এ্যাড.মিজানুর রহমান আজ মঙ্গলবার ভোর ৫ টায় নিজ বাড়ীতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দুপুর ২ টার সময় টিকরামপুরে জানাযা ও দাফন সম্পন্ন হবে। মঙ্গলাবার বেলা সাড়ে ১১টায় ফুড অফিস মোড়ে প্রথম জানাযা এবং দুপুর ২টায় টিকরামপুর গোরস্থানে নামাজে জানাযা শেষে একই গোরস্থানে দাফন সম্পন্ন হবে। স্বাস্থ্যবিধি মেনে জানাযায় অংশ গ্রহণের জন্য শুভাকাঙ্খীদের ‘দর্পণ পরিবার’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। একজন আদর্শ রাজনীতিবিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাগরিক কমিটির সম্মানিত উপদেষ্টা ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত মিজান ভাই। ছুটে আসতেন যেকোন সংকটময় পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে। জেলা আজ শোকাহত। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, যুবলীলহাজ্ব সামিউল হক লিটন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জাসদ নেতা আব্দুল মজিদসহ অনেকেই