লতা মঙ্গেশকরের গানের পাশাপাশি ব্যক্তিগত জীবনে লতাকে কাছে থেকে দেখেছেন শর্মিলা ঠাকুর। এদিন লতার স্মৃতিচারণায় তিনি বলেন, ‘খুব ক্রিকেটের ভক্ত ছিলেন। ভালো ফটোগ্রাফার ছিলেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল ওঁর শখ। ওঁর পরিবার সেউ সমস্ত ছবির প্রদর্শনী করতে পারেন।’
লতা মঙ্গেশকরের গানের পাশাপাশি ব্যক্তিগত জীবনে লতাকে কাছে থেকে দেখেছেন শর্মিলা ঠাকুর। এদিন লতার স্মৃতিচারণায় তিনি বলেন, ‘খুব ক্রিকেটের ভক্ত ছিলেন। ভালো ফটোগ্রাফার ছিলেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল ওঁর শখ। ওঁর পরিবার সেউ সমস্ত ছবির প্রদর্শনী করতে পারেন।’
‘তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কয়েক শতাব্দীর কণ্ঠস্বর আমাদের ছেড়ে চলে গেছে। তাঁর কণ্ঠস্বর এখন স্বর্গে ধ্বনিত হবে!’ লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন।
ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে লতা মঙ্গেশকরের বাড়ি প্রভু কঞ্জে নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরের মরদেহ। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন গীতিকার জাভেদ আখতার, পরিচালক মধুর ভান্ডারকর।
লতা মঙ্গেশকরের শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে পৌঁছলেন সচিন তেন্ডুলকর। লতাদিদির কাছের মানুষ ছিলেন সচিন।
‘লতাজির মতো শিল্পী আর জন্মাবেন না।’ লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকপ্রকাশ উস্তাদ রাশিদ খানের।
‘আমি গর্বিত যে আমি আর কল্যানজী লতা মঙ্গেশকরের সঙ্গে চার দশকেরও বেশি সময় একসঙ্গে গান বেঁধেছি। যেকোনও ভাষায় ওঁর অসম্ভব দক্ষতা ছিল’, লতা মঙ্গেশকরের মৃত্যুকে স্মৃতিচারণা করলেন বর্ষীয়ান সংগীতশিল্পী আনন্দজী।
লতা মঙ্গেশকরের চলে যাওয়া শুধু দেশ নয়, গোটা বিশ্বের কাছে বিরাট বড় ধাক্কা। মনে করেন সঙ্গীত শিল্পী কুমার শানু।
‘সাক্ষাত্ মা সরস্বতীকে কেড়ে নিল করোনা।’ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রবিবার সকালে টুইট করেছেন, লতা মঙ্গেশকর জির মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি, দশকের পর দশক ধরে দেশের সবচেয়ে প্রিয় কণ্ঠস্বর ছিলেন। তাঁর কণ্ঠ অমর এবং সবসময় তার ভক্তদের কানে বাজবে।
6 February 2022, 11:45 AM
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতির তরফে টুইট করা হয়েছে, লতাজির মৃত্যু শুধু আমার জন্য নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য হৃদয় বিদারক। তাঁর গাওয়া বিভিন্ন গানে ভারতের একটি সুন্দর ছবি দেখা যায়, যা প্রজন্মের অনুভূতিকে সামনে তুলে ধরেছে। রাষ্ট্রপতি লিখেছেন লতা দিদি সঙ্গে দেখা করেছি, তিনি আমাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছেন।
6 February 2022, 11:30 AM
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং প্রকাশ করেছেন যে তাঁর ‘হৃদয়ভঙ্গ’। এএনআই অনুসারে, মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে যে লতা মঙ্গেশকরকে রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য করা হবে।
6 February 2022, 11:30 AM
সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshka) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, “আমি ভারতের প্রয়াত আইকন, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই। তাঁর পরিবার এবং কোটি কোটি প্রশংসকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি ,যাদের তিনি সারা বিশ্বে রেখে গিয়েছেন। আমি ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। বিশ্বজুড়ে তাঁর সমস্ত ভক্ত এবং অনুগামীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বর এবং রেন্ডারিংয়ের মন্ত্রমুগ্ধ ছিলাম। আমি কৃতজ্ঞ বোধ করেছি যে তিনি বাংলা এবং পূর্ব ভারতের শিল্পীদের তাঁর হৃদয়ে রেখেছিলেন এবং দুর্দান্ত সংগীত জগতের অবিচ্ছেদ্য অংশ করেছিলেন।”
লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। লতার প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারও।