বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা পানি কমতে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি সামন্য বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৮ সেন্টিমিটার ও মহানন্দায় ৩ সেন্টিমিটার পানি কমেছে। অন্যদিকে পুনর্ভবায় পানি বেড়েছে ২ সেন্টিমিটার।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৮০ মিটার, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ সেমিন্টমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৯.৭২ মিটার।
অন্যদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭.৯৫ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ৩ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৭.৯২ মিটার।
অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৭.৯৮ মিটার; যা
শনিবার সকাল ৯টা পর্যন্ত ২ সেন্টিমিটার বেড়ে সমতল দাঁড়িয়েছে ১৮.০০ মিটার।উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার। বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি।