মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

পৌরবাসীর আইডিয়াতেই হবে প্রকল্প বাস্তবায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে উদ্ভাবনী ধারণার ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ইনোভেশন ফর ক্লাইমেট-স্মার্ট আরবান ডেভেলপমেন্ট (ইনক্লুড)’ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং জিআইজেড’র যৌথ আয়োজনে নবাবগঞ্জ ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শতবর্ষী হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এ পৌরসভা পরিচালিত হচ্ছে। এ পৌরসভায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমাদের পৌরসভার উন্নয়ন করতে হলে অনেক ধারণা, আইডিয়া যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন ফিন্যান্স সাপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সমস্যা ভূগর্ভস্থ পানির স্তর নিচে যাওয়া, অত্যাধিক তাপমাত্রা এবং জলাবদ্ধতা। আশা করছি, দিনব্যাপী এই ওয়ার্কশপ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কিভাবে তিনটি সমস্যা থেকে বের হয়ে আসতে পারে তার একটা সমাধান আপনাদের আইডিয়ার মাধ্যমে বের হতে পারে।”
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেআইজেড’র আরবান অ্যান্ড রিজিওনাল স্পেশালিস্ট মো. রফিকুল ইসলাম, টিলার ঢাকার কনসালটেন্ট মো. আনিসুজ্জামান। সূচনা বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশিদ।
কর্মশালায় জানানো হয়, গত ১ আগস্ট থেকে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা পৌর বাসিন্দাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে পৌরসভা তাদের আইডিয়া অনলাইনে ফরম ডাউনলোড করে তা পূরণ করে পৌরসভার নির্দিষ্ট বক্সে জমা দিতে পারবেন কিংবা অনলাইনে প্রস্তুতকৃত ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন। এছাড়া সরাসরি পৌরসভা থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে পারবেন। উদ্ভাবনী ধারণা সংক্রান্ত ফরম আগামী ৩১ আগস্টের মধ্যে পৌরসভায় সরাসরি জমা দেওয়া যাবে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে যাদের আইডিয়া নির্বাচিত হবে তারা এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকতে পারবেন এবং স্বীকৃতিও পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com