বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বছরের প্রথম দিনে হাতে হাতে নতুন বই, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত
বছরের প্রথম দিনে হাতে হাতে নতুন বই, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: নতুন বইয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার সব বিদ্যাপীঠে। শিক্ষাবর্ষের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ঝকঝকে চাররঙা নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে। নতুন পাঠ্যবই বুকে নিয়ে শিশুদের প্রাণখোলা হাসি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) শিক্ষাবছরের প্রথম দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

উপজেলার কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে বই নিতে। উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী তামান্না উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আজ নতুন বই হাতে পাব এই আনন্দে ভোর বেলাতেই ঘুম থেকে উঠে গিয়েছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে।

৫ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা তাবাসসুম নতুন বই হাতে পেয়ে বলে, বছরের প্রথম দিন নতুন বই নিতে পেরে আমি খুবই খুশি।

মেয়ের বইয়ের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীর মা বলেন, এ আনন্দ প্রকাশ করার নয়। ছেলে-মেয়ে যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পরও। আজও তেমন আনন্দ হচ্ছে। মেয়ের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন।

শিক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, নতুন বই শিশুদের জন্য সরকারের নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ২০৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫২ কিন্ডার গার্টেন স্কুলের মধ্যে প্রায় ৫৯৭৮৬ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫০ টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২ হাজার ৩০০ ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ১৩ হাজার এবং ৫৭ টি মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪০ হাজার ২০০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com