শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক ২৮ অফিসার নিচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪০৯ বার পঠিত

অনলাইন নিউজ : বাংলাদেশ ব্যাংক অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩১ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।অফিসার (পুরকৌশল) পদে ৬ জন, অফিসার (তড়িৎকৌশল) পদে ১৪ জন ও অফিসার (যন্ত্রকৌশল) পদে নিয়োগ পাবেন ৮ জন। জাতীয় বেতন স্কেল ১০১৫ অনুসারে প্রার্থী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন পাবেন। সঙ্গে নিয়মানুযায়ী অন্য ভাতা তো থাকছেই।

পদগুলো হলো অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল) ও অফিসার (যন্ত্রকৌশল)।

অফিসার (পুরকৌশল) পদে ৬ জন, অফিসার (তড়িৎকৌশল) পদে ১৪ জন ও অফিসার (যন্ত্রকৌশল) পদে নিয়োগ পাবেন ৮ জন।

জাতীয় বেতন স্কেল ১০১৫ অনুসারে প্রার্থী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন পাবেন। সঙ্গে নিয়মানুযায়ী অন্যান্য ভাতা তো থাকছেই।

আগ্রহী প্রার্থীকে যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।

২০২১ সালের ২৭ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে যেতে হবে।

আবেদন করার পর সিভি আইডেন্টিফিকেশন নম্বার, ট্রাকিং নম্বার ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য প্রয়োজনে এসব তথ্য পরবর্তীতে দরকার হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com