রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ওএল এইচএফ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিএনপি এস এর আয়োজনে বান্দরবান উপজেলা সদর মিলনায়তনে একেএস , গাউজ , তাজিংডং ,এর সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার, সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা, পরিবার পরিকল্পনা পরিচালক ডাক্তার অংচালু, একেএস এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, তজিংডং এর পরিচালক চিংযিং প্রু, একেএস এর প্রকল্প সমন্বয়কারী ম্যামিচিং মারমা, বিএনপিএস এর মাস্টার ট্রেইনার সুমিত বণিক, সঞ্চালনায় সবুজ চাকমা সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা নারী কল্যাণে বিভিন্ন মুক্ত মতামত এর আয়োজন করেন। অনুষ্ঠানে অতিথীরা বলেন বাংলাদেশ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আর সেই সাথে উন্নয়নের অংশীদার হিসেবে বাংলাদেশে বর্তমানে কাজ করেছে পুরুষদের পাশাপাশি নারীরাও । তাই নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিভিন্ন উন্নয়নমুখী সংগঠন। তারই ধারাবাহিকতায় অতিথিরা উন্নত বহির্বিশ্বের পাশাপাশি বাংলাদেশের নারীদের কল্যাণে কাজ করে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।