বিডি ঢাকা ডেস্ক
‘ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে’— এই স্লোগনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা হারুনুর রশীদের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা বিএনপির ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হারুনুর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পদাক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদাক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল বারেক, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।