নিজস্ব প্রতিনিধিঃ বালিয়াঘাট্টা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা ফুটবল মাঠে শুক্রবার (১৮ জুন) বিকেলে এ ফাইনাল খেলা হয়। ফাইনাল খেলায় ট্রাইবেকারে পদ্মা ফুটবল একাদশ ৪-৩ গোলে মহানন্দা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত থাকলে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন বিজয়ী পদ্মা দলের আসাদ। একই দলের খোকন হাজি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। সর্বোচ্চ গোলদাতা হন শাকিল। খেলা শেষে প্রফেসর শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি নুর আজাহার আলী বড় বাবু উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, গ্রামের কৃতি সন্তান শামসুল করিম, এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় আব্দুল বাশির, ছোট বাবুসহ অন্যরা। ধারাভাষ্যে ছিলেন, জাহাঙ্গীর আলম সেলিম, শামসুল করিম ও মাসুম। রেফারী ছিলেন, মশিউর রহমান সাজু (মধ্যমাঠ), অমিতাভ ও তুহিন। উল্লেখ্য, বালিয়াঘাট্টা গ্রামের খেলোয়াড়দের সমন্বয়ে ৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা হয় ১৭ মে।