নোয়াখালী সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরদিনই প্রতিপক্ষ প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে গেলেন।
রোববার (১৭ জানুয়ারি) বিকালে মেয়র আবদুল কাদের মির্জা তার নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা মোশাররফ হাসানের বাসায় যান।
নির্বাচন প্রতিপক্ষ দু’জনক তিনি বলেন, আপনাদের সহযাগিতা থাকার কারণ আমি সুষ্ঠু, নিরপক্ষ নির্বাচনে জয়ী হয়ছি। এ জয় শুধু আমার না, আপনাদেরও। এসময় তাদের কাছে তিনি অপরাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস, মাদকসহ পৌরসভা পরিচালনায় সহযাগিতা চান। এনিয়ে শিগগির তারা বসবেন বলেন সিদ্ধান্ত নেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুনা, উপজেলা জামায়াত আমির বেলায়ত হোসেন ও জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচনে ১০ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন কাদের মির্জা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন কামাল উদ্দিন চৌধুরী। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী মোশাররফ হোসেন ভোট পেয়েছেন এক হাজার ৪৫১।